লোকটি আমাকে সামনের আসনে বসতে অনুরোধ করলেন। বাক্যটির প্রত্যক্ষ উক্তি হল -

A লোকটি আমাকে বললেন, ‘আগে আসুন সামনে বসুন।’

B লোকটি আমাকে বললেন, ‘আপনি সামনের আসনে বসুন।’

C লোকটি আমাকে বললেন, ‘অনুগ্রহ করে আপনি সামনের আসনে বসুন।’

D লোকটি আমাকে বললেন, ‘অনুগ্রহ করুন এবং সামনের আসনে বসুন।’

Solution

Correct Answer: Option C

- কোনো কথকের বাককর্মের নামই উক্তি।
- বক্তার কথা উপস্থাপনের ধরনকে উক্তি বলে।
- উক্তি দুই প্রকার।
যথা:
- প্রত্যক্ষ উক্তি ও
- পরোক্ষ উক্তি।

- প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তনের ক্ষেত্রে প্রত্যক্ষ উক্তিতে বক্তার বক্তব্যটুকু উদ্ধরণ চিহ্নের (" ") অন্তর্ভুক্ত থাকে।
- পরোক্ষ উক্তিতে উদ্ধরণ চিহ্ন লোপ পায়।
- প্রথম উদ্ধরণ চিহ্ন স্থানে 'যে' এই সংযোজক অব্যয়টি ব্যবহার করতে হয়।
- প্রশ্নবোধক, অনুজ্ঞাসূচক ও আবেগসূচক প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে হলে প্রধান খণ্ডবাক্যের ক্রিয়াকে ভাব অনুসারে পরিবর্তন করতে হয়।
- যেমন: লোকটি আমাকে বললেন, 'অনুগ্রহ করে আপনি সামনের আসনে বসুন।'- অনুজ্ঞাসূচক এ প্রত্যক্ষ উক্তিটির পরোক্ষ উক্তি হলো- লোকটি আমাকে সামনের আসনে বসতে অনুরোধ করলেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions