‘অনু’ এবং ‘অণু’ - এই শব্দ দুটির মধ্যে তফাত কোন ক্ষেত্রে?
Solution
Correct Answer: Option D
- অনু’ এবং ‘অণু’ এই শব্দ দুটির মধ্যে বানান ও অর্থের তফাত রয়েছে।
• অনু (অব্যয়)- সংস্কৃত শব্দ।
- এর প্রকৃতি প্রত্যয় = √অন্+উ,
- অর্থ: অনুরূপ, অনুযায়ী, পশ্চাৎ, পেছন দিক।
• ‘অণু' (বিশেষ্য)- সংস্কৃত শব্দ।
- এর প্রকৃতি প্রত্যয় = √অণ্+উ,
- অর্থ: মৌলিক অথবা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা ভাগ করলে সেই পদার্থের গুণ লুপ্ত হয়।