In 2024, the total number of days is-

A 365 days

B 366 days

C 364 days

D None of these

Solution

Correct Answer: Option B

- সূর্যকে একবার পরিক্রমণ করতে পৃথিবীর ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড সময় লাগে। এ সময়কে এক সৌর বছর বলে।
- কিন্তু ইংরেজি বর্ষ গণনার সুবিধার্থে ৩৬৫ দিনকে সৌর বছর ধরা হয় এবং প্রতি চার বছর পর একদিন বাড়িয়ে ৩৬৬ দিনে এক সৌরবছর গণনা করা হয়।

- সে বছর ফেব্রুয়ারি মাস ২৮ দিনের পরিবর্তে ২৯ দিন ধরা হয়।
- এরূপ বছরকে অধিবর্ষ (Leap year) বলে।

- ইরানের কবি ওমর খৈয়াম অধিবর্ষ উদ্ভাবন করেন অধিবর্ষ বের করার নিয়ম- যদি কোন সালকে ৪ দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য হয় এবং ১০০ দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য না হয় অথব্য ঐ সালকে ৪০০ দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions