জসিম উদ্দীনের ‘নকশী কাঁথার মাঠ’ কাব্যগ্রন্থটি কোন ছন্দে রচিত?
Solution
Correct Answer: Option B
- পল্লীকবি জসীমউদ্দীন রচিত ‘নকশী কাঁথার মাঠ’ কাব্যগ্রন্থটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
- এই কাব্যগ্রন্থে মোট ৭২টি চরণ আছে, যার প্রত্যেকটি পঙক্তি বা চরণ নিখুঁত মাত্রাবৃত্ত ছন্দে বিন্যস্ত।
- কাব্যটির মূল ছন্দ মাত্রাবৃত্ত হলেও এর গঠনশৈলীতে কবি লোকজ সুর ও গ্রামীণ আবহের স্বতঃস্ফূর্ততা বজায় রেখেছেন।
- মাত্রাবৃত্ত ছন্দে সাধারণত যুক্তবর্ণ দুই মাত্রা হিসেবে গণ্য হয় এবং লয় থাকে ধীর বা বিলম্বিত, যা এই কাব্যের করুণ রসের সঙ্গে মানানসই।
- ১৯২৯ সালে প্রকাশিত এই কাব্যগ্রন্থটি জসীমউদ্দীনের শ্রেষ্ঠ কাহিনীকাব্য বা গাথাকাব্য হিসেবে স্বীকৃত।
- কাব্যটির প্রধান দুটি চরিত্র হলো রূপা ও সাজু, যাদের প্রেম ও বিচ্ছেদের করুণ কাহিনী এতে বর্ণিত হয়েছে।
- ১৯৩৯ সালে ই. এম. মিলফোর্ড (E. M. Milford) কাব্যটি ইংরেজিতে অনুবাদ করেন, যার নাম 'The Field of the Embroidered Quilt'।
- এটি বাংলা সাহিত্যের একটি অত্যন্ত জনপ্রিয় ও বহু পঠিত গ্রন্থ, যা বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।