With which institution, Special Drawing Rights (SDR) is associated?

A IMF

B WTO

C WHO

D OECD

Solution

Correct Answer: Option A

- ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এর সাথে স্পেশাল ড্রয়িং রাইটস (SDR) সম্পর্কিত।
- সদস্য দেশগুলোর সরকারি বৈদেশিক মুদ্রার রিজার্ভের সম্পূরক আন্তর্জাতিক মুদ্রা হিসেবে ১৯৬৯ সালে IMF এটি চালু করে।
- বর্তমানে SDR-এর ঝুড়িতে মোট ৫টি মুদ্রা অন্তর্ভুক্ত রয়েছে। যথা: ইউএস ডলার, ইউরো, ব্রিটিশ পাউন্ড, জাপানি ইয়েন ও চীনা ইউয়ান
- এটি মূলত IMF এবং সদস্য দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের মধ্যকার লেনদেন এবং ঋণের একক হিসেবে ব্যবহৃত হয়।
- একে "Paper Gold" বা কাগজের স্বর্ণ হিসেবেও অভিহিত করা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions