In which year "The Battle of Palashee" was held?
Solution
Correct Answer: Option C
*পলাশীর যুদ্ধ (The Battle of Plassey) অনুষ্ঠিত হয়েছিল ২৩ জুন, ১৭৫৭ সালে। এই যুদ্ধটি ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনী এবং বাংলার নবাব সিরাজউদ্দৌলার মধ্যে। বাংলার নবাবের সেনাবাহিনীর প্রধানদের বিশ্বাসঘাতকতার কারণে ব্রিটিশরা জয়লাভ করে, যা ভারতবর্ষে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের প্রতিষ্ঠার পথ সুগম করে।