What is a word, phrase, number or other sequence of characters that reads the same backward as forward?
A Syntax
B Palindrome
C Sibrail
D Dictoverse
Solution
Correct Answer: Option B
- যে শব্দ বা বাক্যকে সামনে থেকে পড়লে যা হয়, পেছন থেকে পড়লেও তাই হয় তাকে প্যালিনড্রোম (Palindrome) বলে।
- যেমন ইংরেজি শব্দ MADAM, LEVEL বা REFER। এই শব্দগুলোকে উল্টো করে পড়লেও একই বানান ও উচ্চারণ পাওয়া যায়।
- বাংলায় একে দ্বিমুখী শব্দ বা বাক্য বলা যেতে পারে। বাংলাতে উদাহরণ হিসেবে বলা যায় "রমাকান্ত কামার"।
- সংখ্যাগত প্যালিনড্রোমের উদাহরণ হলো ১২১ বা ৫৫, কারণ এদের উল্টো করে লিখলেও একই সংখ্যা থাকে।
- প্রশ্নের অন্যান্য অপশনগুলির মধ্যে Syntax হলো বাক্যগঠনের নিয়ম, Sibrail ও Dictoverse সঠিক কোনো পরিভাষা নয়।
- সুতরাং, সঠিক উত্তর হলো Palindrome।