Which country is the largest producer of cocoa beans globally?
A Ghana
B Ivory Cost
C Chad
D Cameron
Solution
Correct Answer: Option B
- পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্ট বা কোত দিভোয়ার (Côte d'Ivoire) হলো বিশ্বের সর্ববৃহৎ কোকো উৎপাদনকারী দেশ।
- বিশ্বের মোট কোকো উৎপাদনের প্রায় ৪০ শতাংশেরও বেশি আসে এই দেশটি থেকে।
- কোকো উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিম আফ্রিকার আরেকটি দেশ ঘানা।
- কোকো বিন চকলেট তৈরির প্রধান উপাদান হিসেবে বিশ্বজুড়ে ব্যবহৃত হয়।
- আইভরি কোস্ট এবং ঘানা মিলে বিশ্বের মোট কোকোর অর্ধেকেরও বেশি যোগান দেয়।