Which body of the UN is responsible for maintaining peace and security?
A General Assembly
B International Court of Justice
C Secretariat
D Security Council
Solution
Correct Answer: Option D
*নিরাপত্তা পরিষদের প্রধান দায়িত্বগুলি:
-Maintain international peace and security: আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা।
-Investigate any dispute or situation: যেকোনো বিবাদ বা পরিস্থিতি তদন্ত করা।
-Recommend methods of resolving disputes: বিরোধ নিষ্পত্তির পদ্ধতি সুপারিশ করা।
-Formulate plans for establishing a system to regulate armaments: অস্ত্র নিয়ন্ত্রণের জন্য পরিকল্পনা তৈরি করা।
-Determine the existence of a threat to peace: শান্তির প্রতি হুমকি নির্ধারণ করা।
-Call on Members to apply economic sanctions: অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রয়োগের জন্য সদস্যদের আহ্বান জানানো।
*নিরাপত্তা পরিষদ ১৫টি সদস্য দেশ নিয়ে গঠিত, যার মধ্যে ৫টি স্থায়ী এবং ১০টি অস্থায়ী সদস্য রয়েছে।
সুতরাং, সঠিক উত্তর হলো: d) Security Council।