Solution
Correct Answer: Option D
• Linkedin হলো পেশাজীবীদের সামাজিক যোগাযোগের একটি জনপ্রিয় ওয়েবসাইট।
• ২০০২ সালে রেইড হফম্যান, এরিক লি, অ্যালেন ব্রু Linkedin প্রতিষ্ঠা করেন। এটি ৫ মে, ২০০৩ সালে আনুষ্ঠানিকভাবে চালু হয়।
• এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। উল্লেখ্য, Linkedin Corporation এর মূল সংস্থা হলো মাইক্রোসফট কর্পোরেশন।