'I love you' ভাইরাসটি কত সালে আবিষ্কৃত হয়?
Solution
Correct Answer: Option A
- 'I love you' ভাইরাসটি ২০০০ সালের মে মাসে ফিলিপাইন থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল।
- এটি 'Love Bug' বা 'Love Letter for you' নামেও পরিচিত ছিল।
- ভাইরাসটি ইমেইলের মাধ্যমে ছড়াতো, যার সাবজেক্ট থাকত "ILOVEYOU" এবং সাথে একটি অ্যাটাচমেন্ট থাকত।
- ব্যবহারকারীরা কৌতুহলবশত অ্যাটাচমেন্টটি খুললেই ভাইরাসটি তাদের কম্পিউটারে সক্রিয় হয়ে যেত।
- এটি ইতিহাসের অন্যতম ধ্বংসাত্মক কম্পিউটার ভাইরাস হিসেবে পরিচিত, যা বিশ্বব্যাপী কোটি কোটি ডলারের ক্ষতি করেছিল।