What is the name of the biggest NGO in the world?

 

A Grameen Bank

B BRAC

C PROSHIKA

D ASA

Solution

Correct Answer: Option B

- সুইজারল্যান্ডের ‘দ্য গ্লোবাল জার্নাল’ সাময়িকীর বিচারে বিশ্বের সেরা ১০০এনজিওর তালিকায় ব্র্যাক প্রথম স্থান লাভ করেছে। প্রভাব, উদ্ভাবন ও স্থায়িত্ব-এ তিন মানদণ্ডের ভিত্তিতে ৪৫০টি এনজিওর মধ্যে ব্র্যাক তালিকার শীর্ষে স্থান করে নিয়েছে।
- প্রায় ১৩ কোটি জনগণ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ব্র্যাক এর সাথে সম্পৃক্ত রয়েছে। ৫গ লাখ ঋণগ্রহীতার কাছে ব্র্যাক প্রায় এক হাজার কোটি ডলার ক্ষুদ্রঋণ বিতরণ করেছে।
- ’স্যার ফজলে হাসান আবেদ মুক্তিযুদ্ধের পর ব্র্যাক প্রতিষ্ঠা করেন। বিশ্বের সর্ববৃহৎ এ উন্নয়ন সংস্থাটি বর্তমানে এশিয়া, আফ্রিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ১১টি দেশে কর্মকা- পরিচালনা করছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions