The 'Doctrine of Lapse', used to annex states like Jhansi and Satara, was devised by which Governor-General?
Solution
Correct Answer: Option D
- স্বত্ববিলোপ নীতি বা 'Doctrine of Lapse' প্রবর্তন করেছিলেন ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি।
- এই নীতির মূল কথা ছিল, কোনো ভারতীয় দেশীয় রাজ্যের রাজার যদি কোনো স্বাভাবিক উত্তরসূরি (নিজ ছেলে) না থাকে, তবে তিনি দত্তক পুত্র গ্রহণ করে রাজ্য পরিচালনা করতে পারবেন না।
- রাজার মৃত্যুর পর সেই রাজ্য বা রাজত্ব সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে চলে যাবে।
- লর্ড ডালহৌসি এই নীতি প্রয়োগ করে সাতারা (১৮৪৮), সম্বলপুর (১৮৪৯), উদয়পুর (১৮৫২), ঝাঁসি (১৮৫৩) এবং নাগপুর (১৮৫৪)-এর মতো রাজ্যগুলি দখল করেছিলেন।
- ভারতের ব্রিটিশ শাসকদের মধ্যে লর্ড ডালহৌসিকেই আধুনিক ভারতের নির্মাতা বলা হয় কারণ তাঁর আমলে রেল, টেলিগ্রাফ এবং ডাক ব্যবস্থার প্রবর্তন হয়েছিল।