The 'Doctrine of Lapse', used to annex states like Jhansi and Satara, was devised by which Governor-General?

A Lord Wellesley

B Lord Canning

C Lord Hastings

D Lord Dalhousie

Solution

Correct Answer: Option D

- স্বত্ববিলোপ নীতি বা 'Doctrine of Lapse' প্রবর্তন করেছিলেন ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি
- এই নীতির মূল কথা ছিল, কোনো ভারতীয় দেশীয় রাজ্যের রাজার যদি কোনো স্বাভাবিক উত্তরসূরি (নিজ ছেলে) না থাকে, তবে তিনি দত্তক পুত্র গ্রহণ করে রাজ্য পরিচালনা করতে পারবেন না।
- রাজার মৃত্যুর পর সেই রাজ্য বা রাজত্ব সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে চলে যাবে।
- লর্ড ডালহৌসি এই নীতি প্রয়োগ করে সাতারা (১৮৪৮), সম্বলপুর (১৮৪৯), উদয়পুর (১৮৫২), ঝাঁসি (১৮৫৩) এবং নাগপুর (১৮৫৪)-এর মতো রাজ্যগুলি দখল করেছিলেন।
- ভারতের ব্রিটিশ শাসকদের মধ্যে লর্ড ডালহৌসিকেই আধুনিক ভারতের নির্মাতা বলা হয় কারণ তাঁর আমলে রেল, টেলিগ্রাফ এবং ডাক ব্যবস্থার প্রবর্তন হয়েছিল।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions