Who founded the Indian National Congress (INC) in 1885?
Solution
Correct Answer: Option C
- অ্যালান অক্টোভিয়ান হিউম (A.O. Hume) ভারতীয় জাতীয় কংগ্রেসের (INC) প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত।
- তিনি ছিলেন একজন অবসরপ্রাপ্ত ব্রিটিশ সিভিল সার্ভেন্ট, যিনি ১৮৮৫ সালে বোম্বেতে কংগ্রেসের প্রথম অধিবেশনের নেতৃত্ব দেন।
- এই সংগঠনের প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি (W.C. Bonnerjee)।
- ভারতীয় জাতীয় কংগ্রেস শুরুতে ব্রিটিশ সরকারের সাথে ভারতীয়দের আলোচনার একটি মঞ্চ হিসেবে কাজ করেছিল, যা পরবর্তীতে ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রধান শক্তিতে পরিণত হয়।