What was the Mujibnagar date of the Declaration of Independence?  

A    26 March, 1971

B    10th April, 1971

C    6 September, 1971

D    10 November, 1971

Solution

Correct Answer: Option B

- মুজিবনগর সরকার ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত হয়।
- এই একই তারিখে অর্থাৎ ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র (Proclamation of Independence) জারি করে।
- এই ঘোষণাপত্র অনুযায়ী ২৬শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া স্বাধীনতার ঘোষণাটি অনুমোদন ও কার্যকর করা হয়।
- ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলায় (বর্তমান মুজিবনগর) এই সরকার শপথ গ্রহণ করে।
- এই ঘোষণাপত্রটি বাংলাদেশের সংবিধানের একটি মূল ভিত্তি হিসেবে বিবেচিত এবং এটি ছিল বাংলাদেশের প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions