Who was the first martyr among the seven Birsresthas of the war of liberation?

A Ruhul Amin

B Hamidur Rahman

C Nur Mohammad

D Munshi Abdur Rouf

Solution

Correct Answer: Option D

  ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ।
♦জন্মঃ ১৯৪৩ সালে ফরিদপুর জেলার বোয়ালমারি থানার সালামতপুর গ্রাম।
♦কর্মস্থলঃ ই পি আর।
♦পদবীঃ ল্যান্স নায়েক।
♦তিঁনিই একমাত্র বীরশ্রেষ্ঠ যিনি মরণোত্তর পদোন্নতিপ্রাপ্ত হন।বাংলাদেশ রাইফেলস ১৯৭৩ সালে তাঁকে সিপাহী থেকে অনারারি ল্যান্সনায়েক পদে পদোন্নতি প্রদান করে।
♦যুদ্ধ করেনঃ ১ নং সেক্টরে।
♦শহীদ হনঃ ১৯৭১ সালের ৮ এপ্রিল, বীরশ্রেষ্ঠ দের মাঝে প্রথম শহীদ হন।
♦সমাধিঃ রাঙ্গামাটি জেলার নানিয়ারচর।
♦নামকরনঃ তাঁর নামে তাঁর নিজের গ্রাম সালামতপুর কে রউফনগর করা হয়েছে।

 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions