ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ।

জন্মঃ ১৯৪৩ সালে ফরিদপুর জেলার বোয়ালমারি থানার সালামতপুর গ্রাম।

কর্মস্থলঃ ই পি আর।

পদবীঃ ল্যান্স নায়েক।

তিঁনিই একমাত্র বীরশ্রেষ্ঠ যিনি মরণোত্তর পদোন্নতিপ্রাপ্ত হন।বাংলাদেশ রাইফেলস ১৯৭৩ সালে তাঁকে সিপাহী থেকে অনারারি ল্যান্সনায়েক পদে পদোন্নতি প্রদান করে।

যুদ্ধ করেনঃ ১ নং সেক্টরে।

শহীদ হনঃ ১৯৭১ সালের ৮ এপ্রিল, বীরশ্রেষ্ঠ দের মাঝে প্রথম শহীদ হন।

সমাধিঃ রাঙ্গামাটি জেলার নানিয়ারচর।

নামকরনঃ তাঁর নামে তাঁর নিজের গ্রাম সালামতপুর কে রউফনগর করা হয়েছে।