কোন গেইটের ইনপুট দুটি অসমান হলে আউটপুট ১ হবে -
Solution
Correct Answer: Option A
XOR ও X-NOR এই দুইটি গেইটকে বিশেষ গেইট বলা হয়।
- XOR গেইটের দুটি ইনপুট সমান না হলে আউটপুট ১ হয়, অন্যথায় আউটপুট ০ হবে।
- X-NOR এক্স নর গেইটের দুটি ইনপুট সমান না হলে আউটপুট ০ হয়, অন্যথায় আউটপুট ১ হবে।