Solution
Correct Answer: Option C
বাইনারি যোগের নিয়ম অনুযায়ী:
- আমরা জানি, 1 + 1 = 10 (যার দশমিক মান ২)।
- প্রাপ্ত যোগফলের সাথে আবার 1 যোগ করলে: 10 + 1 = 11
বিকল্প পদ্ধতি (দশমিক রূপান্তর):
-দশমিক পদ্ধতিতে: 1 + 1 + 1 = 3 । দশমিক সংখ্যা 3 -এর বাইনারি মান হলো 11।