কোন ইনপুট ডিভাইস দিয়ে GUI (Graphical User Interface) কে কন্ট্রোল করা যায়?
Solution
Correct Answer: Option A
-কম্পিউটার মাউস হচ্ছে এক প্রকার ইনপুট ডিভাইস যার মাধ্যমে মনিটরের স্ক্রীনের কোন টেক্সট,আইকন,ফাইল অথবা ফোল্ডারকে সিলেক্ট করা যায়,ফাইল অথবা ফোল্ডারকে সিলেক্ট করা যায় এবং GUI (Graphical User Interface)কে কন্ট্রোল করা যায়।
-১৯৬৩ সালে ডগলাস এঞ্জেলবার্ট PARC এ কাজ করার সময় মাউস আবিষ্কার করেন।
-সাধারণত তিন ধরনের মাউস ডিভাইস রয়েছে -
১।মেকানিক্যাল
২।অপটোমেকানিক্যাল এবং
৩।অপটিক্যাল।