ডেটাবেজে ডেটা প্রবেশ করানোর জন্যে কোন ভাষা ব্যবহার করা হয়? 

A HTML 

B Query 

C C++ 

D Fortran 

Solution

Correct Answer: Option B

ডেটাবেজে ডেটা প্রবেশ করানো, ডেটা পুনরুদ্ধার করা, ডেটা মডিফাই অথবা ডিলেট করা ইত্যাদি অপারেশনগুলোকে কুয়েরি (Query) বলে। যে Language এর সাহায্যে কুয়েরি করা হয় তাকে কুয়েরি ভাষা (Query language) বলে। Data Manipulation এর উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের query language তৈরি হয়েছে। যথাঃ
- Query language (QUEL),
- Query By Example (QBE),
- Structured Query language (SQL).

এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় Query language হলো SQL, এটি ১৯৭৪ সালে IBM এর San Jose Research Center-এ তৈরি করা হয়। SQL ডেটা Definition ও Data Manipulation Language হিসেবে বিভিন্ন RDBMS (My SQL, Oracle, FoxPro, Ingress)-এ ব্যবহৃত হয়। অন্যদিকে, Java হলো তৃতীয় প্রজন্মের উচ্চ স্তরের Object-oriented Programming Language এটি ১৯৯৫ সালে তৈরি করা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions