Loading [MathJax]/jax/output/HTML-CSS/fonts/TeX/fontdata.js
 
MS Word এর কাজ -

A টেবিল ও ডায়াগ্রাম তৈরি করা

B গাণিতিক সমীকরণ লিপিবদ্ধ করা

C যেকোনো চিঠিপত্র তৈরি করা

D উপরের সবগুলোই

Solution

Correct Answer: Option D

-MS word হচ্ছে মাইক্রোসফট কোম্পানির তৈরি ওয়ার্ড প্রসেসর। ১৯৯৫ সালে এর প্রথম সংস্করণ মুক্তি পায়।
-MS word এর প্রধান কাজগুলো হলো:
১।যেকোনো চিঠিপত্র তৈরি করা।
২।বিভিন্ন ধরনের প্রোজেক্ট প্রোফাইল তৈরি করা ।
৩।গাণিতিক সমীকরণ লিপিবদ্ধ করা যায়।
৪।বিভিন্ন ধরনের ছবি সংযোজন এবং রঙের ব্যবহার করে ডকুমেন্টের সৌন্দর্য বৃদ্ধি করা যায়।
৫।ছাপার কাজের জন্য প্রয়োজনীয় কম্পোজ করা যায়।
৬।টেবিল ও ডায়াগ্রাম তৈরি করা ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions