UBID is related to -

A Power sector

B E-commerce sector

C IT Sector

D RMG sector

Solution

Correct Answer: Option B

ই কমার্স ব্যবস্থাপনা সুন্দর ও সুচারুরুপ পরিচালনা ও ডিজিটাল ক্রয় বিক্রয়ে ক্রেত-বিক্রেতার স্বার্থ সংরক্ষনের জন্য জাতীয় কমার্স নীতিমালা ২০২০ জারি করা হয় ।এ নীতিমালা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতীত কেউ ডিজিটাল মাধ্যমে কোন ধরনের ব্যবসা পরিচালনা করতে পারবে না ।
- ই -কমার্স পরিচালনাকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অবশ্যই Unique Business Identification Number গ্রহণ করতে হবে এবং এটি তার মার্কেট প্লেস বা সোশ্যাল মিডিয়া পেজে প্রদর্শন করতে হবে ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions