'আকাশনীলা' কাব্য লেখা ?

A কাজী নজরুল ইসলাম

B আল মাহমুদ

C জীবনানন্দ দাশ

D শামসুর রাহমান

Solution

Correct Answer: Option C

জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪) মূলত কবি। তার 'সাতটি তারার তিমির ' কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতা 'আকাশনীলা '
- তাঁর প্রথম কাব্যগ্রন্থ ঝরাপালক প্রকাশিত হয় ১৯২৭ সালে।

তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থগুলি হচ্ছে ঃ
- ধূসর পান্ডুলিপি (১৯৩৬),
- বনলতা সেন (১৯৪২),
- রূপসী বাংলা (রচনাকাল ১৯৩৪, প্রকাশকাল ১৯৫৭),
- মহাপৃথিবী (১৯৪৪),
- সাতটি তারার তিমির (১৯৪৮),
- বেলা অবেলা কালবেলা (১৯৬১)।

উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে -
- মাল্যবান,
- জলপাইহাটি,
- জীবনপ্রণালী,
- সুতীর্থ ইত্যাদি

জীবনানন্দদাশের বিখ্যাত উক্তি সমূহ:
- আবার আসিব ফিরে ধানসিড়িটির তীরে
- পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সে
- বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে চাইনা আর।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions