কোন পরীক্ষায় ৫২% পরীক্ষার্থী ইংরেজীতে এবং ৪২% গণিতে অকৃতকার্য হয়। যদি ১৭% পরীক্ষার্থী উভয় বিষয়ে অকৃতকার্য হয়, তবে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে কৃতকার্য হয়েছিলো?  

A    ২৩

B    ১১

C    ৭

D    ৪৪

Solution

Correct Answer: Option A

 

ইংরেজীতে ফেল করে= (৫২-১৭) জন=৩৫ জন গনিতে ফেল করে= (৪২-১৭)%=২৫ জন পাশ করে ={১০০-(৩৫+২৫+১৭)} জন=২৩ জন পাশ করে ২৩%

 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions