কম্পিউটারের গণনার মূল ভিত্তি কী?

A কৃত্রিম বুদ্ধিমত্তা

B অ্যালগরিদম ও প্রোগ্রাম

C স্বাভাবিক জ্ঞান

D মানবিক চিন্তাধারা

Solution

Correct Answer: Option B

- কম্পিউটারের নিজস্ব কোনো বুদ্ধি বা জ্ঞান নেই, এটি কেবল নির্দেশ অনুসরণ করে কাজ করে।
- কোনো সমস্যা সমাধানের জন্য যে ধাপে ধাপে নির্দেশমালা তৈরি করা হয়, তাকে 'অ্যালগরিদম' বলে।
- এই অ্যালগরিদমকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করলে তাকে 'প্রোগ্রাম' বলা হয়।
- তাই, অ্যালগরিদম ও প্রোগ্রামের ওপর ভিত্তি করেই কম্পিউটার সমস্ত গণনা ও কার্য সম্পাদন করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions