Solution
Correct Answer: Option B
- কম্পিউটার একটি যন্ত্র, তাই এর কাজের ধরন আবেগহীন বা যান্ত্রিক এবং এর গণনা পদ্ধতি সুনির্দিষ্ট অ্যালগরিদমের ওপর নির্ভরশীল।
- এটি ইনপুট হিসেবে যা গ্রহণ করে, পূর্বনির্ধারিত নির্দেশনা অনুযায়ী ঠিক সেই ফলাফলই আউটপুট হিসেবে প্রদান করে।
- কম্পিউটারের নিজস্ব কোনো বুদ্ধিমত্তা বা সৃজনশীলতা নেই, এটি কেবল মানুষের তৈরি প্রোগ্রাম বা নির্দেশ মেনে চলে।
- এর গণনা পদ্ধতি কখনো অনিয়মিত বা পরিবর্তনশীল হয় না, বরং একই ইনপুটের জন্য এটি সর্বদা একই ফলাফল দেখায়।
- কম্পিউটার মূলত বাইনারি সংখ্যা পদ্ধতি (০ এবং ১) ব্যবহার করে গাণিতিক ও যৌক্তিক কাজগুলো দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন করে।