Solution
Correct Answer: Option C
- গাণিতিক হিসাব-নিকাশের জন্য মানবসভ্যতার ইতিহাসে আবিষ্কৃত প্রথম গণনাকারী যন্ত্র হলো অ্যাবাকাস।
- এটি প্রাচীন ব্যাবিলনে আনুমানিক খ্রিষ্টপূর্ব ৩০০০ অব্দে (3000 BC) প্রথম আবিষ্কৃত হয় বলে ধারণা করা হয়।
- বর্তমানকালের আধুনিক অ্যাবাকাস বা ‘সোয়ানপান’-এর উৎপত্তি ঘটে চীনে, খ্রিষ্টপূর্ব ৫০০ অব্দের দিকে।
- অ্যাবাকাস মূলত একটি আয়তাকার কাঠের ফ্রেম, যার ভেতরে সমান্তরাল তারে লাগানো রংবেরঙের পুঁতি সরিয়ে গণনা করা হয়।
- এই যন্ত্র ব্যবহার করে যোগ, বিয়োগ, গুণ ও ভাগের মতো সাধারণ গণিত ছাড়াও বর্গ ও বর্গমূল নির্ণয় করা সম্ভব।