Solution
Correct Answer: Option C
‘Belligerent’ মানে হচ্ছে যুদ্ধপ্রবণ বা ঝগড়াটে। এর বিপরীত শব্দ হবে এমন কিছু যা শান্তিপূর্ণ বা সংঘাতবিমুখ বোঝায়। ‘Peaceful’ অর্থ শান্তিপূর্ণ—এটি যুদ্ধপ্রবণতার বিপরীত আচরণ বোঝায়। তাই 'belligerent'–এর সঠিক বিপরীত শব্দ হচ্ছে peaceful।
অপশনগুলো বিশ্লেষণ করলে দেখা যায়:
A) bellicose – এর অর্থও যুদ্ধপ্রবণ বা লড়াই করার মানসিকতাসম্পন্ন, যা 'belligerent'–এর সমার্থক (synonym), বিপরীত নয়।
B) pugnacious – এটিও আক্রমণাত্মক বা ঝগড়াটে স্বভাব বোঝায়, অর্থাৎ এটিও সমার্থক।
D) haughty – এর অর্থ উদ্ধত বা অহঙ্কারী, যা 'belligerent'–এর সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়।