‘অনতিবৃহৎ বনে মৃগ অনুসন্ধান ও সংহার করা সাতিশয় দুঃসাধ্য কার্য।'- বাক্যটিতে মোট উপসর্গ রয়েছে-
Solution
Correct Answer: Option C
প্রদত্ত বাক্যটিতে মোট উপসর্গ ৭ টি ।যথা:
- 'অনতিবৃহৎ (অন+অতি+বৃহৎ) বনে মৃগ অনুসন্ধান (অনু+সম+ধান) ও সংহার (সম+হার) করা সাতিশয় (স+অতি+শয়) দুঃসাধ্য (দুঃ+সাধ্য) কার্য ।
এখানে -অতি ,অনু, সম, সম, স, অতি, দুঃ(দুর) উপসর্গ ।