Solution
Correct Answer: Option C
যে পদ বিশেষ্য, সর্বনাম এবং ক্রিয়াপদের অবস্থা, দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ প্রভৃতি উল্লেখ করে, তাকেই বিশেষণ পদ বলে। বিশেষণ পদের উদাহরণ - ভাঙা ঘর, অন্ধকার রাত, চলন্ত গাড়ি - এই উদাহরণ গুলোর মধ্যে ভাঙা, অন্ধকার, চলন্ত এই পদগুলো বিশেষণ পদ।