The Padma Bridge stretches from-

A Munshiganj to Madaripur

B Munshiganj to Faridpur

C Munshiganj to Shariatpur

D Shariatpur to Faridpur

Solution

Correct Answer: Option C

প্রকল্পের নাম -------------পদ্মা বহুমুখী সেতু প্রকল্প
অবস্থান        -------------মাওয়া (মুন্সিগঞ্জ ) -জাজিরা (শরীয়তপুর)
ভিত্তি প্রস্তর স্থাপন ---------৪ জুলাই ,২০০১
মূল কাজের উদ্বোধন -------১২ ডিসেম্বর ,২০১৫
দৈর্ঘ্য ----------------------৬.১৫ কিলোমিটার
প্রস্থ  ----------------------১৮.১০ মিটার
নির্মাণকারী প্রতিষ্ঠান     -----চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি
নদী শাসনের কাজ সম্পন্নকারী প্রতিষ্ঠান -- সিনোহাইড্রো কর্পোরেশন লিমিটেড
মোট  পিলার --------------- ৪২ টি
মোট স্প্যান    ----------------৪১ টি
প্রথম স্প্যান বসানো হয় (জাজিরা প্রান্তে )--------৩০ সেপ্টেম্বর ,২০১৭(৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে )
শেষ স্প্যান (৪১ তম বসানো মাওয়া প্রান্তে ) -------১০ ডিসেম্বর ,২০২০(১২ ও ১৩ নম্বর খুঁটিতে )

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions