প্রথম প্রজন্মের কম্পিউটারের একটি প্রধান সমস্যা ছিল:
A প্রচণ্ড উত্তাপ সৃষ্টি হওয়া
B কম মেমরি থাকা
C ধীর গতি
D বিদ্যুৎ সরবরাহের অভাব
Solution
Correct Answer: Option A
ভ্যাকুয়াম টিউব ব্যবহারের কারণে প্রচুর তাপ উৎপন্ন হত, এই উত্তাপ কম্পিউটারের কার্যক্ষমতা কমিয়ে দিত, তাপ নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত শীতলীকরণ ব্যবস্থা প্রয়োজন হত।