পুতুল নাচের ইতিকথা উপন্যাসটির লেখক কে?  

A    শওকত ওসমান

B    বুদ্ধদেব বসু

C    মানিক বন্দোপাধ্যায়

D    সমরেশ বসু

Solution

Correct Answer: Option C

 

পুতুল নাচের ইতিকথা বাঙালি সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাস। বইটি প্রকাশিত হয় ১৯৩৬ সালে। উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র গ্রামের ডাক্তার শশী। গ্রামের পটভূমিতে শশী, কুসুম-সহ অন্যান্য চরিত্রগুলোর মাঝে বিদ্যমান জটিল সামাজিক সম্পর্ক নিয়ে গড়ে উঠেছে এর কাহিনী ও প্রেক্ষাপট।

 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions