Solution
Correct Answer: Option B
- লগারিদমের আবিষ্কারক হলেন জন নেপিয়ার।
- তিনি ছিলেন একজন স্কটিশ গণিতবিদ, পদার্থবিজ্ঞানী এবং জ্যোতির্বিজ্ঞানী।
- ১৬১৪ সালে তিনি প্রথম লগারিদম সম্পর্কে তার বই 'মিরিফিসি লুগারিথনোরাম ক্যানোনিস ডেসক্রিপ্টিও' প্রকাশ করেন।
- লগারিদম আবিষ্কারের ফলে গণিতের জটিল গুণ ও ভাগের কাজ সহজ হয়ে যায়।
- দশমিক বিন্দুর ব্যবহার প্রচলনেও তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।