Solution
Correct Answer: Option C
- স্কটল্যান্ডের বিখ্যাত গণিতবিদ জন নেপিয়ার (John Napier) গণনা প্রক্রিয়া সহজ করার জন্য ১৬১৪ সালে এই দণ্ডটি আবিষ্কার করেন।
- এই যন্ত্রটিতে হাতির দাঁত বা অস্থির তৈরি ১০টি আয়তাকার দণ্ড ব্যবহার করা হতো।
- যেহেতু দণ্ডগুলো দেখতে হাড়ের মতো বা হাড় দিয়ে তৈরি ছিল, তাই একে 'নেপিয়ারস বোনস' (Napier's Bones) বা নেপিয়ার অস্থি বলা হয়।
- দণ্ডগুলোর ওপর শূন্য থেকে নয় (০-৯) পর্যন্ত সংখ্যার নামতা খোদাই করা থাকত।
- এই যন্ত্র ব্যবহার করে খুব দ্রুত গুণ, ভাগ, বর্গমূল ও ঘনমূল নির্ণয় করা যেত।