নেপিয়ার দণ্ড কী উদ্দেশ্যে ব্যবহৃত হত?

A পরিমাপ

B গণনা

C আঙ্কিক

D রেখাঙ্কন

Solution

Correct Answer: Option B

- ১৬১৪ সালে স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার (John Napier) এই দণ্ডটি আবিষ্কার করেন।
- এটি মূলত গুণ, ভাগ এবং বর্গমূল নির্ণয় করার জন্য ব্যবহৃত একটি হস্তচালিত গণনা যন্ত্র
- এই যন্ত্রে ১০টি দণ্ড বা হাড়ের দণ্ড (bones) ব্যবহার করা হতো বলে একে 'নেপিয়ারস বোনস' বা নেপিয়ার দণ্ড বলা হয়।
- দণ্ডগুলোর ওপর শূন্য থেকে নয় (০-৯) পর্যন্ত সংখ্যাগুলো খোদাই করা থাকত।
- জটিল গাণিতিক হিসাব-নিকাশ সহজ ও দ্রুত করার উদ্দেশ্যে এটি তৈরি করা হয়েছিল।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions