Solution
Correct Answer: Option B
- উইলিয়াম অটরেড ১৬২২ সালে বৃত্তাকার স্লাইড রুল আবিষ্কার করেন।
- তবে ১৬৩০ সালে তিনি বৃত্তাকার এবং আয়তাকার বা আধুনিক স্লাইড রুল তৈরি করেন।
- এটি জন নেপিয়ারের লগারিদম ধারণার ওপর ভিত্তি করে তৈরি।
- এর সাহায্যে গুণ, ভাগ, বর্গমূল, ঘনমূল, লগারিদম ও ত্রিকোণমিতিক হিসাব সহজেই করা যায়।
- ১৯৬০ ও ১৯৭০-এর দশকে ইলেকট্রনিক সায়েন্টিফিক ক্যালকুলেটর আসার আগে পর্যন্ত এটি প্রকৌশলী ও বিজ্ঞানীদের প্রধান গণনার যন্ত্র ছিল।