প্রথম গিয়ারভিত্তিক গণনা যন্ত্রের আবিষ্কারক কে?
Solution
Correct Answer: Option B
- প্রথম যান্ত্রিক বা গিয়ারভিত্তিক গণনা যন্ত্র আবিষ্কার করেন ফরাসি গণিতবিদ ব্লেজ প্যাস্কেল।
- ১৬৪২ সালে মাত্র ১৯ বছর বয়সে তিনি এই যন্ত্রটি আবিষ্কার করেন, যা ‘প্যাস্কেলাইন’ (Pascaline) নামে পরিচিত।
- এই যন্ত্রটিতে চাকা ও দাঁতযুক্ত গিয়ার ব্যবহার করা হয়েছিল, যার সাহায্যে মূলত যোগ ও বিয়োগের কাজ করা যেত।
- প্যাস্কেলের এই উদ্ভাবনটিকে আধুনিক ক্যালকুলেটরের আদি রূপ বা পূর্বসূরি হিসেবে বিবেচনা করা হয়।
- অন্যদিকে, ১৬৭১ সালে গটফ্রিড লিবনিজ প্যাস্কেলাইনের ওপর ভিত্তি করে আরও উন্নত একটি যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন, যা গুণ ও ভাগ করতেও সক্ষম ছিল।