Solution
Correct Answer: Option B
- ‘ক্যালকুলি’ (Calculi) একটি ল্যাটিন বা রোমান শব্দ, যার অর্থ হলো ছোট পাথর বা নুড়ি।
- প্রাচীন রোমে হিসাব নিকাশের জন্য মানুষ মাটির ছোট ছোট নুড়ি পাথর ব্যবহার করত।
- এই ছোট নুড়িগুলোকে তারা ‘ক্যালকুলি’ বলত।
- সেই ‘ক্যালকুলি’ শব্দ থেকেই পরবর্তীকালে গণিতের ‘ক্যালকুলাস’ এবং গণনাযন্ত্র ‘ক্যালকুলেটর’ শব্দগুলোর উৎপত্তি হয়েছে।