Solution
Correct Answer: Option A
- ১৬৭১ সালে জার্মান গণিতবিদ গটফ্রাইড উইলহেম লিবনিজ প্যাসকেলের যন্ত্রের ভিত্তিতে চাকা ও দণ্ড ব্যবহার করে একটি নতুন যন্ত্র তৈরি করেন।
- তিনি এই যন্ত্রটির নাম দেন স্টেপড রেকোনার (Stepped Reckoner)।
- এই যন্ত্রটি ব্যবহার করে যোগ ও বিয়োগের পাশাপাশি গুণ, ভাগ এবং বর্গমূল নির্ণয় করা সম্ভব ছিল।
- লিবনিজ তার এই যন্ত্রে 'স্টেপড ড্রাম' বা খাঁজকাটা সিলিন্ডার প্রযুক্তি ব্যবহার করেছিলেন, যা ক্যালকুলেটরের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন।
- ১৬৪২ সালে ব্লেজ প্যাসকেল যে 'প্যাসকেলাইন' আবিষ্কার করেছিলেন, লিবনিজের যন্ত্রটি ছিল তারই একটি উন্নত সংস্কার।