প্রথম বাণিজ্যিক ক্যালকুলেটর কত সালে তৈরি হয়?
Solution
Correct Answer: Option B
- ‘চার্লস জেভিয়ার থমাস ডি কলমার’ ১৮২০ সালে প্রথম সফলভাবে বাণিজ্যিক ক্যালকুলেটর তৈরি করেন যার নাম ছিল 'অ্যারিথমিটার' (Arithmometer)।
- যদিও ব্লেইজ প্যাসকেল ১৬৪২ সালে 'প্যাসকেলাইন' আবিষ্কার করেছিলেন, তবে সেটি বাণিজ্যিকভাবে সফল বা ব্যাপকভাবে উৎপাদিত হয়নি।
- 'অ্যারিথমিটার' ছিল প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর যা বড় পরিসরে উৎপাদিত হয় এবং দীর্ঘ সময় ধরে (উনবিংশ শতাব্দীর শেষ পর্যন্ত) সারা বিশ্বে ব্যবহৃত হয়।
- এই যন্ত্রটি ব্যবহার করে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ- এই চারটি মৌলিক গাণিতিক কাজই করা সম্ভব ছিল।