Solution
Correct Answer: Option C
- Calculate শব্দটি ল্যাটিন শব্দ Calculus এর বহুবচন Calculi থেকে এসেছে।
- প্রাচীনকালে গণনার জন্য ছোট পাথর বা নুড়ি ব্যবহার করা হতো, যাকে ল্যাটিন ভাষায় Calculi বলা হতো।
- এই নুড়ি পাথরের সাহায্যে গণনা করার পদ্ধতি থেকেই কালক্রমে ইংরেজি Calculate শব্দটির উৎপত্তি হয়েছে।
- আধুনিক গণিতে Calculus একটি বিশেষ শাখা হলেও, আক্ষরিক অর্থে এর মূল নিহিত আছে এই প্রাচীন নুড়ি পাথরের গণনার মধ্যে।