বিশ্বে প্রথম কম্পিউটার ভাইরাস তৈরি হয়-

A ১৯৬৯

B ১৯৭১

C ১৯৭০

D ১৯৮০

Solution

Correct Answer: Option B

ফ্রেডেরিক কোহেন VIRUS নামকরণ করেন।
- ১৯৭১ সালে বব থমাস নামের একজন কম্পিউটার প্রোগ্রামার ‘ক্রিপার ভাইরাস’ নামে কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেন, যা আক্রান্ত কম্পিউটারের পর্দায় নিমোক্ত লেখাটি দেখাত। I'm the Creeper. Catch me if you can!
- জন ওযাকার ১৯৭৫ সালে দ্য ফার্স্ট ট্রজেন ভাইরাস তৈরি করেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions