প্রথম সংরক্ষিত প্রোগ্রামবিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটারের নাম কী?
Solution
Correct Answer: Option A
- EDSAC (Electronic Delay Storage Automatic Calculator) হলো প্রথম সংরক্ষিত প্রোগ্রামবিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার।
- এটি ১৯৪৯ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে মরিস উইলকস (Maurice Wilkes) এবং তার দল দ্বারা তৈরি করা হয়।
- EDSAC ছিল প্রথম পূর্ণাঙ্গ Stored Program Computer, যা von Neumann architecture এর উপর ভিত্তি করে তৈরি।
- এই আর্কিটেকচারের মূল ধারণা হলো, প্রোগ্রাম এবং ডেটা একই মেমোরিতে সংরক্ষণ করা।
- এটি প্রথম কম্পিউটার যা ব্যবহারকারীদের জন্য গণনা সেবা প্রদান করেছিল এবং এটি গবেষণার জন্য ব্যবহৃত হয়েছিল।