নতুন প্রজন্মের USB পোর্টের সর্বোচ্চ ডেটা ট্রান্সফার স্পিড কত?
Solution
Correct Answer: Option D
নতুন প্রজন্মের USB 4 (Thunderbolt 4) পোর্টের সর্বোচ্চ ডেটা ট্রান্সফার স্পিড হল 40 Gbps (গিগাবিট প্রতি সেকেন্ড)। এটি পূর্ববর্তী USB 3.2 Gen 2x2 (20 Gbps) এর তুলনায় দ্বিগুণ দ্রুত। এই উচ্চ ডেটা ট্রান্সফার স্পিড বিভিন্ন কাজে সুবিধা দেয়, যেমন - 4K/8K মনিটর সাপোর্ট, এক্সটার্নাল GPU কানেক্টিভিটি, দ্রুত ডেটা ব্যাকআপ এবং বড় ফাইল ট্রান্সফার। USB 4 পোর্ট পাওয়ার ডেলিভারিও সাপোর্ট করে যা 100W পর্যন্ত পাওয়ার সরবরাহ করতে পারে। এছাড়া এটি ব্যাকওয়ার্ড কম্প্যাটিবল, অর্থাৎ পুরনো USB ডিভাইসগুলোও এতে কাজ করবে। বর্তমানে হাই-এন্ড ল্যাপটপ, ডেস্কটপ এবং এক্সটার্নাল স্টোরেজ ডিভাইসে USB 4 পোর্ট ব্যবহার করা হচ্ছে।