Solution
Correct Answer: Option B
- ডেটাবেজে ডেটা প্রবেশ করানো, ডেটা পুনরুদ্ধার করা, ডেটা মডিফাই অথবা ডিলেট করা ইত্যাদি অপারেশনগুলোকে কুয়েরি (Query) বলে।
- যে Language এর সাহায্যে কুয়েরি করা হয় তাকে কুয়েরি ভাষা (Query language) বলে।
- সবচেয়ে জনপ্রিয় Query language হলো SQL (Structured Query language)
- এটি ১৯৭৪ সালে IBM এর San Jose Research Center-এ তৈরি করা হয়।
- SQL ডেটা Definition ও Data Manipulation Language হিসেবে বিভিন্ন RDBMS (My SQL, Oracle, FoxPro, Ingress)-এ ব্যবহৃত হয়।
- SQL এর কোয়েরি হলো ৪টি।
১. Union Query
২. Pass-through Query
৩. Data-definition Query
৪. Sub-Query