The concept of carbon credit originated from which one of the following?
A Earth summit
B Rio de jeniro
C Kyoto protocol
D Montreal protocol
Solution
Correct Answer: Option C
- কিয়োটো প্রটোকল একটি বহুরাষ্ট্রীয় আন্তর্জাতিক চুক্তি যা এই চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলোকে গ্রীনহাউজ গ্যাস নির্গমন হ্রাসের জন্য দায়বদ্ধ করে।
- ১৯৯৭ খ্রিস্টাব্দের ১১ই ডিসেম্বর জাপানের কিয়েটো শহরে এই চুক্তি প্রথম গৃহীত হয় এবং ২০০৫ সালের ১৬ ই ফেব্রুয়ারি প্রথম কার্যকরী হয়। - গ্রীন হাউস গ্যাস নির্গমন কমানোর লক্ষ্য অর্জনে, প্রটোকল ছয়টি মূল গ্রীন হাউস গ্যাসকে চিহ্নিত করে: