আয়তাকার একটি ঘরের দৈর্ঘ্য এর বিস্তারের দেড় গুণ। ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে প্রতি বর্গমিটার ৭.৫০ টাকা হারে মোট ২২০৫ টাকা খরচ হলে ঘরটির পরিসীমা কত মিটার?

A    ৩৫

B    ২৯৪

C    ১৪৭

D    ৭০

Solution

Correct Answer: Option D

 

ঘরের ক্ষেত্রফল = ২২০৫/৭.৫০ = ২৯৪ বর্গ মিটার 

এখন, বিস্তার = ক হলে,

দৈর্ঘ্য = ৩*ক/২

সুতরাং, ক*৩*ক/২ = ২৯৪

বা, ক*ক = ২৯৪*২/৩ = ১৯৬

বা, ক = √১৯৬ = ১৪

বিস্তার = ১৪

দৈর্ঘ্য = ৩*১৪/২ = ২১

সুতরাং,

পরিসীমা = ২১+২১+১৪+১৪ = ৭০

 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions