Which of the following countries is the closest competitor of Bangladesh in the global RMG business?
A India
B China
C Vietnam
D Sri Lanka
Solution
Correct Answer: Option C
- বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) প্রকাশিত বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা- ২০২৪ অনুযায়ী, বৈশ্বিক তৈরি পোশাক রপ্তানি বাজারে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। এবং ভিয়েতনামের অবস্থান তৃতীয়।
- ২০২৩ সালে বাংলাদেশ ৩৮ বিলিয়ন ও ভিয়েতনাম ৩১ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করে।
- ২০২০ সালে ভিয়েতনাম বাংলাদেশকে তৃতীয় অবস্থানে ঠেলে দিয়ে দ্বিতীয় হয়েছিল।
- সাম্প্রতিক বছর গুলোতে বৈশ্বিক তৈরি পোশাক রপ্তানির বাজারে আধিপত্য বিস্তারে বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা পরিলক্ষিত হচ্ছে।