মেইল মার্জ কমান্ড প্রয়োগ করার জন্য কমপক্ষে কতটি ফাইল তৈরি করতে হয়?
A দুটি
B তিনটি
C চারটি
D পাঁচটি
Solution
Correct Answer: Option A
মেইল মার্জ হলো মাইক্রোসফটের একটি ওয়ার্ড প্রসেসরস ফিচার। এটার দুইটি ফাইল তৈরি করতে হয়, যথাঃ ডকুমেন্ট ফাইল ও এড্রেস ফাইল।